ঢাকা
খ্রিস্টাব্দ

নেত্রকোনা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেন গ্রেফতার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1695894 জন
  • নিউজটি দেখেছেনঃ 1695894 জন
নেত্রকোনা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেন গ্রেফতার
ছবি : সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।


শুক্রবার সকালে তাকে ঢাকার খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নেত্রকোনা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


অভিযোগ উঠেছে যে, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের আন্দোলনের ফলে বিদ্যুৎ খাতে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, যার জন্য ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বারহাট্টার এজিএম মনির হোসেনও এর মধ্যে রয়েছেন।


গ্রেফতারের পর, কিছু সময়ের জন্য পল্লী বিদ্যুতের সেবা বন্ধ হয়ে যায়, যা প্রায় ৬ লাখ ৩৫ হাজার গ্রাহকের ওপর প্রভাব ফেলে। তবে বর্তমানে নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক প্রকৌশলী মাসুম আহমেদ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ