বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা মাত্র দুই মাসের মধ্যে দেড় বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, রিজার্ভে হাত না দিয়েই এই পরিশোধ করা হয়েছে, ফলে পণ্য আমদানিতে অনিশ্চয়তা কমতে শুরু করেছে।
গভর্নর আরও বলেন, গত অর্থবছরে জ্বালানি পণ্যের আমদানিতে প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, কিন্তু ডলার সংকটের কারণে গত দুই বছরে পরিশোধে সমস্যা হয়েছে। ফলে, বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে সোয়া দুই বিলিয়ন ডলারের ঋণ বকেয়া পড়ে যায়। তবে, দুই মাসের মধ্যে এই ঋণের দেড় বিলিয়ন শোধ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ডিসেম্বরের মধ্যে বাকি অংশও পরিশোধ করা সম্ভব হবে।
ড. আহসান উল্লেখ করেন, সরকারের ২.৫ বিলিয়ন ডলারের মতো অনাদায়ী ঋণ ছিল, যা এখন ৭০০ মিলিয়নে নেমে এসেছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দুই মাসের মধ্যে এই ঋণ শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে, যা আর্থিক ব্যবস্থাপনার চাপ কমাবে এবং সার্বিক কর্মকাণ্ডে গতি বৃদ্ধি করবে।