ঢাকা
খ্রিস্টাব্দ

কলম্বো স্ট্রাইকার্সে তাসকিন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1870776 জন

  • নিউজটি দেখেছেনঃ 1870776 জন
কলম্বো স্ট্রাইকার্সে তাসকিন
ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর জন্য নিলাম চলছে কলম্বোয়। সেখানে সুসংবাদ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। তাকে ৫০ হাজার ডলারের ভিত্তি মূল্যে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স।  প্রথমবারের মতো টাইগারদের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়া তাসকিন এখন যুক্তরাষ্ট্রে।


স্বাগতিক দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। একই দিন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, লিটন দাস, ও তাওহীদ হৃদয়ও নিলামের ডাকের মধ্যে দিয়ে গেছেন। কিন্তু প্রথম রাউন্ডে তাদের নিতে সাড়া দেয়নি কেউ। ডাম্বুলা থান্ডার্স অবশ্য নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে।


টুর্নামেন্ট শুরু হবে ১ জুলাই। গত মৌসুমে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটিতে খেলেছেন। সাকিবের দল ছিল গল টাইটান্স ও হৃদয়ের জাফনা কিংস। তারা কেউ অবশ্য এই দুই ক্রিকেটারকে রিটেইন করেনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ