ঢাকা
খ্রিস্টাব্দ

৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য: সহজলভ্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1710838 জন
  • নিউজটি দেখেছেনঃ 1710838 জন
৬৫০ টাকায় ১০ কৃষিপণ্য: সহজলভ্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ
ছবি : সংগৃহীত

সরকারি উদ্যোগে ভোক্তাদের জন্য সুলভ মূল্যে ১০ ধরনের কৃষিপণ্য পাওয়া যাবে। রাজধানীর খাদ্য ভবনের সামনে মঙ্গলবার (১৫ অক্টোবর) কৃষি ওওএমএস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


তিনি বলেন, "আমাদের লক্ষ্য হলো ভোক্তারা যেন সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্যগুলো সহজে পেতে পারেন।" অনুষ্ঠানে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহায়তায় এই কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সঠিক মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম।


প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য সরবরাহ করা হবে। স্থানগুলোতে খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা অন্তর্ভুক্ত।


এই কর্মসূচির আওতায় মূল্য নির্ধারণ করা হয়েছে: প্রতি কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, এক কেজি কাঁচা পেপে ২০ টাকা এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি প্যাকেজ আকারে বিক্রি হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :