ঢাকা
খ্রিস্টাব্দ

ভারতীয় জেলেদের দাপট: বরগুনার সাগরে বাংলাদেশি জেলেরা অসহায়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বরগুনা প্রতিনিধি :
নিউজটি দেখেছেনঃ 1715062 জন
  • নিউজটি দেখেছেনঃ 1715062 জন
ভারতীয় জেলেদের দাপট: বরগুনার সাগরে বাংলাদেশি জেলেরা অসহায়
ছবি : সংগৃহীত

গভীর সাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের কার্যক্রম বেড়ে গেছে। রূপালি ইলিশের মৌসুমে তারা বাংলাদেশের জলসীমায় দাপিয়ে বেড়াচ্ছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় জেলেরা। সোমবার (১৪ অক্টোবর) বরগুনার পাথরঘাটা মৎস্য ঘাটে ফিরে এসে জেলেরা অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা তাদের সঙ্গে দস্যুর মতো আচরণ করছে।


জেলাদের অভিযোগ, ভারতীয় জেলেরা তাদের ওপর হামলা চালাচ্ছে এবং জাল কেটে মাছ চুরি করছে। পাথরঘাটা পৌরসভার জেলে আব্দুল্লাহ জানান, ভারতীয় জেলেরা তাদের ট্রলারের কাছে এসে জাল ফেলে দেয় এবং মাছ ধরে নেয়। এর প্রতিবাদ করলে তারা বাংলাদেশি জেলেদের ওপর চড়াও হয় এবং তাদেরকে ভারতীয় জলসীমায় নিয়ে যাওয়ার হুমকি দেয়।


মোহাম্মদ নুহু নামে আরেক জেলে জানান, ভারতীয়রা শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে ইলিশের প্রজনন মৌসুমে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করছে। অভিযোগ করা হয়েছে যে, তারা ওয়্যারলেসের মাধ্যমে সহযোগী ট্রলার আনার মাধ্যমে হামলা চালাচ্ছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেছেন, ভারতীয়দের এ তাণ্ডব প্রতিবছর ইলিশ মৌসুমে দেখা যায়।


বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন জানিয়েছেন, অভিযোগ সম্পর্কে তিনি অবগত রয়েছেন, তবে দাপ্তরিকভাবে কিছু পাননি। দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হারুন-অর-রশিদ জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে পদক্ষেপ নিচ্ছেন এবং টহল জোরদার করার কথা বলছেন।


বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনক, এবং জেলেরা আশা করছেন, সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বরগুনা প্রতিনিধি :

আপডেট :
সর্বশেষ সংবাদ