ঢাকা
খ্রিস্টাব্দ

ভারতীয় অভিযোগ অযাচিত ও ভিত্তিহীন: বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1702491 জন
  • নিউজটি দেখেছেনঃ 1702491 জন
ভারতীয় অভিযোগ অযাচিত ও ভিত্তিহীন: বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবি : সংগৃহীত।

ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে 'পেট্রলবোমা' হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরের প্রতিমার সোনার মুকুট চুরির ঘটনার পর ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, এগুলো দেবতাদের পবিত্রতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংগঠিত একটি পরিকল্পিত কর্মকাণ্ড। এই অভিযোগকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভিত্তিহীন ও অযাচিত বলে খণ্ডন করেছে।


১৪ অক্টোবর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ অক্টোবর এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা বাংলাদেশ সরকারের কাছে হিন্দু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানায়।


বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সরকার ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক সংহতি রক্ষা করতে বদ্ধপরিকর বলে উল্লেখ করে। তারা জানায়, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ১১টি মামলা দায়ের করেছে এবং ১৭ জনকে আটক করেছে।


বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবারে দুর্গাপূজা উৎসব ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালন করেছে, যেখানে দেশের বিভিন্ন স্থানে ৩২ হাজারেরও বেশি পূজামণ্ডপে আয়োজন করা হয়। সরকারের প্রতি আস্থা রাখায় হিন্দু সম্প্রদায়কে অভিনন্দন জানানো হয়েছে।


সরকারের বিবৃতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশের মূল পরিচয় হিসেবে বিবেচিত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ