ঢাকা
খ্রিস্টাব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের ১০ নির্দেশনা: প্লাস্টিকের বিকল্প ব্যবহারে সচেতনতা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1705633 জন
  • নিউজটি দেখেছেনঃ 1705633 জন
জাতীয় রাজস্ব বোর্ডের ১০ নির্দেশনা: প্লাস্টিকের বিকল্প ব্যবহারে সচেতনতা
ছবি : সংগৃহীত

পরিবেশ দূষণ কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারের জন্য ১০টি নির্দেশনা জারি করেছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সামীম আহসানের স্বাক্ষরিত এই নির্দেশনা সম্প্রতি প্রকাশিত হয়েছে।


নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্লাস্টিকের ব্যবহার বিশেষ করে সিঙ্গেল ইউজ সামগ্রীর কারণে পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বদলে বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।


নির্দেশনাগুলো হলো: ১. প্লাস্টিকের ফাইল ও ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব উপাদানের ফাইল ব্যবহার। ২. প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুটের ব্যাগ ব্যবহার। ৩. প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও গ্লাস ব্যবহার। ৪. প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন বা জুটের ব্যানার ব্যবহার। ৫. দাওয়াত পত্র, ভিজিটিং কার্ড ইত্যাদিতে প্লাস্টিকের লেমিনেটেড ব্যবহার পরিহার। ৬. সভা ও সেমিনারে পরিবেশন করা খাবারের প্যাকেট কাগজের হতে হবে। ৭. একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস ও কাটলারি ব্যবহার থেকে বিরত থাকা। ৮. প্লাস্টিক কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহার। ৯. বার্ষিক প্রতিবেদনসহ সব প্রকাশনায় লেমিনেটেড মোড়ক পরিহার। ১০. ফুলের তোড়াতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা।


এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে এনবিআর।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :