ঢাকা
খ্রিস্টাব্দ

ভারতীয় শিল্পপতি রতন টাটা'র মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ অনলাইন ডেস্ক ।।
নিউজটি দেখেছেনঃ 1723227 জন
  • নিউজটি দেখেছেনঃ 1723227 জন
ভারতীয় শিল্পপতি রতন টাটা'র মৃত্যু
প্রয়াত রতন টাটা। —সংগৃহীত ছবি।।

ভারতের বিখ্যাত শিল্পপতি ও টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর মৃত্যু নিয়ে কিছুদিন আগে বিভ্রান্তি তৈরি হলেও শেষ পর্যন্ত খবরটি নিশ্চিত হলো।


গত সোমবার রতন টাটার অসুস্থতার বিষয়ে একটি গুজব ছড়িয়েছিল, কিন্তু তিনি নিজেই সামাজিক মাধ্যমে জানান যে, তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন। তবে বুধবার (৯ অক্টোবর ২০২৪) রাতে তিনি মৃত্যুবরণ করেন।


টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটাকে স্মরণ করে বলেন, "তিনি ছিলেন এক অসাধারণ নেতা, যার অবদান শুধু টাটা গ্রুপে নয়, বরং পুরো ভারতের উন্নয়নেও ছিল।" রতন টাটা ১৯৯১ সালে টাটা গ্রুপের দায়িত্ব নেন এবং ২০১২ সাল পর্যন্ত এই পদে ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে আবারও দায়িত্ব গ্রহণ করেন।


রতন টাটা সমাজসেবামূলক কাজেও পরিচিত ছিলেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে টাটা গ্রুপ নতুন দিগন্তে পা রেখেছিল, যেমন টাটা টেলিসার্ভিসেস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস প্রতিষ্ঠা।


এছাড়া, টাটা ন্যানো, বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ির উদ্যোগও তাঁর হাতে গড়া। তিনি মানবতার প্রতি দায়বদ্ধতা ও সমাজের জন্য কাজ করার ক্ষেত্রে ছিলেন অনুপ্রেরণা।


রতন টাটা ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন এবং তাঁর শিক্ষা জীবন ছিল প্রখর। তিনি কর্নেল ইউনিভার্সিটি থেকে স্থাপত্যবিদ্যা এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি অর্জন করেন।


তিনি পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হলেও, তাঁর সবচেয়ে বড় অর্জন হলো সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ অনলাইন ডেস্ক ।।

আপডেট :