ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে বিএনপি'র প্রতিষ্ঠাতা হাজী আব্দুর রশিদ মল্লিকের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 310009 জন

  • নিউজটি দেখেছেনঃ 310009 জন
শিবচরে বিএনপি'র প্রতিষ্ঠাতা হাজী আব্দুর রশিদ মল্লিকের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত
- ছবি সংবাদদাতা প্রেরিত।


মাদারীপুরের শিবচরে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম হাজী আব্দুর রশিদ মল্লিকের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে শিবচর উপজেলার  বিভিন্ন মসজিদে এবং মাদ্রাসায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 


উল্লেখ্য,তিনি ২০১৫ সালের ১১ আগষ্ট এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে  ছিলেন একজন প্রিয়, নির্লোভ,নিরহংকার এবং অনুকরনীয় ব্যক্তিত্ব।


মরহুম হাজী আব্দুর রশিদ মল্লিক তিনি ১৯২২ সালের ২৫ এপ্রিল মাদারীপুর জেলার শিবচরে জন্মগ্রহণ করেন। তিনি শিবচর উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন সংস্কারক, সফল ব্যবসায়ী ও সমাজসেবক।


পরিবারের সকলের নিকটে ছিলেন একজন আদর্শ অভিভাবক। ব্যক্তিগত জীবনে তিনি এক স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে যান। পরবর্তীতে তার বড় ছেলে আব্দুস সালাম মল্লিক ও তাঁর স্ত্রী মারা যান। তাঁর মেজো ছেলে মোঃ আবুল কালাম মল্লিক,তিনি ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং ছোট ছেলে রেজাউল করিম মল্লিক বর্তমানে বাংলাদেশ পুলিশে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।


পরিবারের ঘনিষ্ঠজন ছাত্রনেতা রাহাত মল্লিক স্মৃতিচারণ করে বলেন, “আব্দুর রশিদ মল্লিক চাচা ছিলেন শিবচরবাসীর কাছে একজন আস্থাভাজন, সৎ ও নিঃস্বার্থ মানুষ। তিনি রাজনীতি, সমাজসেবা, শিক্ষা ও সংস্কারে যে অবদান রেখে গেছেন,তা চিরস্মরণীয় হয়ে থাকবে।”


মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর শিবচর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও স্থানীয়রা তার স্মরণে একত্রিত হয়ে দোয়া করবেন, যা প্রমাণ করে এই মানুষটি আজও কতটা শ্রদ্ধার পাত্র হয়ে আছেন মানুষের হৃদয়ে। 


মরহুমের মেজো ছেলে আবুল কালাম মল্লিক তার বাবার রূহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।এছাড়া,এতিম ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করবেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ