ভারতের ব্যবসায়ী ও পথপ্রদর্শক রতন টাটার ৮৬ বছরে প্রয়াণের পর, টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন তাঁর সৎ ভাই নোয়েল টাটা। শুক্রবার ট্রাস্টের বোর্ডে এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।
রতন টাটার মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী কে হবেন, সেই প্রশ্ন উঠেছিল। নোয়েল টাটার তিন সন্তান—লিয়া, মায়া ও নেভিল—এই আলোচনায় উঠে এসেছিল। তারা সকলেই বিভিন্ন টাটা গ্রুপের প্রতিষ্ঠানে ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।
নোয়েল টাটা দীর্ঘ ৪০ বছর ধরে টাটা গ্রুপের সঙ্গে জড়িত রয়েছেন এবং বর্তমানে তিনি টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি রতন টাটা ট্রাস্ট ও দোরাবজি টাটা ট্রাস্টের সদস্য হিসেবেও পরিচিত।
নোয়েলের নেতৃত্বে টাটা ট্রাস্ট নতুন উদ্যমে কাজ শুরু করবে, যা রতন টাটার অঙ্গীকারের ধারাবাহিকতা রক্ষা করবে।