ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপি নেতা শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1716760 জন

  • নিউজটি দেখেছেনঃ 1716760 জন
বিএনপি নেতা শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা
ছবি : সংগৃহীত। অনলাইন ডেস্ক । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৮ অক্টোবর রাতে ইসির নির্বাচন প্রশাসন শাখা একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করে এই ঘোষণা দেয়।


চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনাল ১ অক্টোবর ডা. শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করে। ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করার দাবি জানানো মামলার পরিপ্রেক্ষিতে এই রায় আসে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, চসিক নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর বিজয় ঘোষণা বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।


এর ফলে ২০২১ সালের ৩১ জানুয়ারির গেজেটে উল্লেখিত নির্বাচনের ফলাফলের প্রথম কলামে রেজাউল করিমের নামের পরিবর্তে শাহাদাত হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শাহাদাত অভিযোগ করেছিলেন, নির্বাচনে তার পক্ষে ভোট কারচুপি করা হয়েছে এবং ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিলেন।


তিনি আরও দাবি করেন, তিনটি ভোটকেন্দ্রে তার পক্ষে শূন্য ভোট দেখানোর পাশাপাশি তিন দিন পর ২৮টি কেন্দ্রে একই ফলাফল দেখানো হয়, যা অবিশ্বাস্য বলে উল্লেখ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ