ঢাকা
খ্রিস্টাব্দ

সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্যবস্তু করছে বিএসএফ: রিজভী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1729777 জন

  • নিউজটি দেখেছেনঃ 1729777 জন
সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্যবস্তু করছে বিএসএফ: রিজভী
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কালনীগড় বাজারে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। লাল সবুজ বাংলাদেশ অনলাইন ডেস্ক ।

বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে মানুষ হত্যা হচ্ছে, আর এ ক্ষেত্রে ধর্মের বিভেদ নেই—বাঙালি বাংলাদেশি হিসেবেই গুলি করে হত্যা করা হচ্ছে।


তিনি উল্লেখ করেন, ফেলানী ও সম্প্রতি নিহত কিশোরী স্বর্ণা রানী দাসসহ বেশ কয়েকজনকে বিএসএফ নির্মমভাবে হত্যা করেছে। রিজভী বলেন, ভারত যেন বাংলাদেশিদের জন্য এক নিশানায় পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬-১৭ বছর ধরে নীরব রয়েছেন এবং ভারতের প্রতি তিনি নতজানু অবস্থানে আছেন।


সভায় রিজভী অন্তর্বর্তী সরকারেরও সমালোচনা করেন এবং বলেন, জনগণ দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। তিনি সরকারের প্রতি নির্বাচন কমিশন সংস্কারের আহ্বান জানান। সভা শেষে তিনি নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।


স্বর্ণা রানী দাস (১৪) কিশোরী, যিনি গত ১ সেপ্টেম্বর মায়ের সঙ্গে সীমান্ত পার হতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন। ৩ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ