ঢাকা
খ্রিস্টাব্দ

দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত হতে দেবনা: ডা. শফিকুর রহমান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1719419 জন

  • নিউজটি দেখেছেনঃ 1719419 জন
দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত হতে দেবনা: ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান। ছবি : লাল সবুজ বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, "ক্ষমতায় বসে দেশের মালিক বনে গেলে পরিণতি কী হতে পারে, তা আমরা দেখেছি। জাতির সঙ্গে গাদ্দারি করলে যে পরিণতি হয়, তা আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে।" তিনি বলেন, "শিক্ষা গ্রহণ না করলে ভবিষ্যতে আর কোনও স্বৈরাচার দেখতে হতে পারে।"


তিনি আরও উল্লেখ করেন, "জনগণের টাকায় কেনা বুলেট জনগণের বুকে ছোঁড়ার সাহসী সন্ত্রাসী সরকার আমরা চাইনা। বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।"


ডা. শফিকুর রহমান গাজীপুর রাজবাড়ী মাঠে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি দেশের ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন