ঢাকা
খ্রিস্টাব্দ

মেহজাবীন: ব্যক্তিগত জীবনে সাহসী নই

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1727639 জন

  • নিউজটি দেখেছেনঃ 1727639 জন
মেহজাবীন: ব্যক্তিগত জীবনে সাহসী নই
ছবি : সংগৃহীত

বাংলাদেশের সিনেমা ‘সাবা’ প্রথমবারের মতো টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে। সিনেমার প্রিমিয়ারের পর বিভিন্ন দেশের মিডিয়ার সামনে হাজির হন মেহজাবীন চৌধুরী, যিনি ছিলেন সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন ও অভিনেতা মোস্তফা মন্ওয়ারের সাথে।


এক সাক্ষাৎকারে মেহজাবীন জানান, সিনেমার জন্য তিনি প্রচুর রিহার্সাল করেছেন এবং কঠোর পরিশ্রম করেছেন। তিনি বলেন, "এই সিনেমাটি আমার পরিচালকের শাশুড়ি এবং চিত্রনাট্যকারের মায়ের গল্প। এ কারণে চরিত্রগুলোর সম্পর্ক নিয়ে গভীরভাবে আলোচনা করতে পেরেছি।"


যখন তাকে জিজ্ঞাসা করা হয়, "চিত্রনাট্য পড়ে কি মনে হয়েছিল এই চরিত্রটি আপনার জন্য?" তিনি বলেন, "হ্যাঁ, অনেকটাই। আমি ১২ বছর ধরে বিভিন্ন নাটকের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এই সময় আমি সিনেমার জন্য অপেক্ষা করছিলাম। আমি চেয়েছিলাম এমন একটি চরিত্র, যা আলাদা এবং ভার বহন করতে সক্ষম।"


মেহজাবীন আরও বলেন, "সাবার চিত্রনাট্য পড়লে অন্যরকম অনুভূতি হয়। সাবা এক সাহসী মেয়ে। সিনেমাটি দেখলেই দর্শক বিষয়টি বুঝতে পারবেন। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি ততটা সাহসী নই। চরিত্রটির জন্য আমাকে সাহসী ভূমিকা নিতে হয়েছে, এবং এটাই আমাকে আকৃষ্ট করেছে।"


টরন্টো উৎসবে ‘সাবা’ ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছিল, যেখানে আরও ২৩টি সিনেমা স্থান পেয়েছে। পরিচালক মাকসুদ জানিয়েছেন, সিনেমাটি এবার বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রিমিয়ার হবে, যা ১১ অক্টোবর পর্যন্ত চলবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন