ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের পদযাত্রা ও মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১১.২২ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১১.২২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1082371 জন

  • নিউজটি দেখেছেনঃ 1082371 জন
পিরোজপুরে শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের পদযাত্রা ও মতবিনিময় সভা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের পদযাত্রার  বর্ণাঢ্য শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মাতুয়া সেবাশ্রমের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপাল চাঁদ মাতুয়া সেবাশ্রমের সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শ্রীশ্রী গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের সভাপতি দিপ্তী মৃধা, সাধারণ সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী বাপ্পা,  এবং সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তার বক্তব্যে গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের লক্ষ্য ও কার্যক্রমকে স্বাগত জানান।  তিনি বলেন, পিরোজপুরে সকল ধর্মের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মী, যা সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় বক্তারা গুরুচাঁদ পাঠাগার ও মানব কল্যাণ সংঘের গঠন, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, সংগঠনটি জ্ঞানচর্চা, মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


উক্ত সভার মাধ্যমে সংগঠনের সদস্যরা তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন এবং আগত অতিথিদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১১.২২ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১১.২২ অপরাহ্ন