ঢাকা
খ্রিস্টাব্দ

দাবি মেনে আজকেই প্রজ্ঞাপন প্রকাশ করবে সরকার

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

ট্রেন চলাচল শুরু
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ৩.৪৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ৩.৪৭ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1089223 জন

  • নিউজটি দেখেছেনঃ 1089223 জন
রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা
সংগৃহীত ফাইল ছবি।

রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ তথ্য জানিয়ে রানিং স্টাফদের নেতা সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন যে, রাত থেকেই ট্রেন চলাচল শুরু হবে। তিনি আরও জানান, তাদের দাবিগুলি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই তারা কর্মবিরতি তুলে নিয়েছেন এবং আজকেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করার পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কমলাপুর ও রেল ভবনের দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু সমঝোতার প্রশ্নে কোনো সুরাহা হয়নি। দিনভর সমঝোতার দায়িত্বে ছিল জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৈঠক সূত্র বলছে, আলোচনায় সমাধান বের করতে না পারায় মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে এর সঙ্গে যুক্ত করা হয়।

পরে রাতে তিনি বৈঠকে অংশ নেন। সমঝোতা হওয়ার পর সংশ্লিষ্ট নেতারা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় যান। সেখান থেকেই কর্মবিরতি প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। এ বিষয়ে প্রেস কনফারেন্স রাত ২টা ৩০ মিনিটে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন রেলওয়ের রানিং স্টাফরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ৩.৪৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ৩.৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ