মাদারীপুর শিবচরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার নারী পুরুষসহ কয়েকশ মানুষ।
এ সময় মোতাহার মেম্বার, তাজের মেম্বার , সেখান খাঁ, সেকান মোল্লা, সেরাজুল, মোল্লাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে মামলার আসামি মোতাহার মেম্বার বলেন আমি সম্পূর্ণ নির্দোষ আমি শুধু সালিশ করেছিলাম কিন্তু আমি চৌদ্দ বছরের কিশোরীকে কি করে বিয়ের প্রস্তাব দেই। এজন্যই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে মেয়ের ভাই আমাকে মামলায় আসামি করেছে। একই বক্তব্য দেন মামলার অন্যান্য আসামিরাও।
উল্লেখ্য: এর আগে ২ জানুয়ারি বাবলাতলা এলাকার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক পরবর্তী ধর্ষণ ও অন্তঃসত্ত্ব হয়ে পড়ে চানমিয়া মোল্লার মেয়ে ১৪ বছরের কিশোরী হাফিজ আক্তার। এ ঘটনায় ৩ জানুয়ারি নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণও পরবর্তী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। সে মামলায় মোতাহার মেম্বার, জাহাঙ্গীর খাঁ, সেকান মোল্লা সহ মোট ১১ জনকে আসামী করা হয়।