ঢাকা
খ্রিস্টাব্দ

মা-মেয়ে সহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১১.১৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১১.১৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1085612 জন

  • নিউজটি দেখেছেনঃ 1085612 জন
মা-মেয়ে সহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের ইন্দুরকানীতে মা-মেয়ে সহ ৩ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকার জেলে মো. জাহাঙ্গীর হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩) কে এলোপাথারী ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত জেসমিন বেগমের অবস্থা অশংকাজনক।


আহত জেসমিন বেগমের ভাসুর আবু হানিফ জানান, বৃহস্পতিবার গভীর রাতে আমার ভাইয়ের নাতনী আহত অবস্থায় আমাদের ডাকলে আমরা ভাইয়ের বাসায় গিয়ে তার স্ত্রী, মেয়ে ও নাতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই। 


ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১১.১৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১১.১৩ অপরাহ্ন