ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামের ঐতিহ্য ও পুরাকীর্তি বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকৃষ্ট করে : মেয়র

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০.৩১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1083615 জন

  • নিউজটি দেখেছেনঃ 1083615 জন
চট্টগ্রামের ঐতিহ্য ও পুরাকীর্তি বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকৃষ্ট করে : মেয়র
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম নগরীতে একটি ইসলামি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজারের ওয়ালি বেগ খাঁ মসজিদ মোড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।


চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে ইসলামি স্মৃতিস্তম্ভটি ভূমিকা রাখবে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, অলি খাঁ বেগ মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ। এর ঐতিহাসিক পটভূমিকা রয়েছে। মনুমেন্ট আমরা করেছি যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে এ মসজিদটির গুরুত্ব অনেক বেশি। এ মসজিদের ঐতিহ্য, নিদর্শন ও পুরাকীর্তি শুধুমাত্র চট্টগ্রামের মানুষকে নয় বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকৃষ্ট করে।মানুষ যখনই চট্টগ্রামে আসে এই ওয়ালি বেগ খাঁ মসজিদটি দেখতে আসে। আমি মনে করি, এটা তাদেরকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা ভূমিকা রাখবে।


সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মেয়র শাহাদাত বলেন, রাজনৈতিক যে একটা কালচার হয়ে গেছে, যে আসবে তার ছবিটা দিয়ে ম্যুরাল বানানো, এটা আসলে স্থায়ী নয়। আল্টিমেটলি যে স্টেজে গিয়ে আরেকটি দল আসে, সেটা ভেঙে ফেলা হয়। এটা আমরা দেখেছি। আমরা মনে করি, আমাদের যে কালচার, আমাদের মসজিদের যে সৌন্দর্যবর্ধন এবং এর যে একটা অতি পুরাতন ঐতিহ্য- এটাকে সংরক্ষণ করতে হবে।


চট্টগ্রাম নগরীতে আরও ইসলামিক স্তম্ভ করা হবে কি না এমন প্রশ্নে ডা. শাহাদাত বলেন, এরকম আমাদের প্ল্যান আছে। যে মসজিদগুলো ঐতিহ্যবাহী মসজিদ এবং যে ইসলামিক নির্দশনগুলো ঐতিহ্যবাহী। অক্সিজেন ও কোতোয়ালী চত্বরে আমরা করছি। এ ধরনের আমাদের চিন্তাভাবনা আছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০.৩১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১২.০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ