ঢাকা
খ্রিস্টাব্দ

এনসিবি কর্মকর্তা শাহরুখপুত্রের গতিবিধির ওপর নজর রাখছেন !

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1131908 জন

  • নিউজটি দেখেছেনঃ 1131908 জন
এনসিবি কর্মকর্তা শাহরুখপুত্রের গতিবিধির ওপর নজর রাখছেন !
ছবি: সংগৃহীত

বলিউড মেগাস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের স্বাভাবিক জীবনের ছন্দ পতন হলো আবারও। মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের নজরদারিতে রয়েছেন এ স্টার কিড।



ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি অন্তর্জালে একটি ভিডিও চোখে পড়ে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) কর্তা সমীর ওয়াংখেড়ের। ওই ভিডিওতে দেখা যায়, ইংরেজি নববর্ষ বরণের রাতে অস্বাভাবিক অবস্থায় পানশালা থেকে বেরোচ্ছেন আরিয়ান।



সে বিষয়ে সংবাদমাধ্যমে সমীর ওয়াংখেড়ে বলেন, অবশ্যই বর্ষবরণের রাতটা সবাই উদযাপন করেই কাটাবেন। তবে তরুণ প্রজন্মকে বুঝতে হবে বর্ষবরণের রাত মানেই মদ্যপার করে নিজের শরীরের ক্ষতি নয়। সমীর আরও বলেন, বর্ষবরণের দিনে মানুষ অবশ্যই আনন্দ করবে। কিন্তু কারও শরীরের ক্ষতি না করে।


এদিকে গত জন্মদিনে শাহরুখ খান ঘোষণা করেন, তিনি এবার সিগারেটের নেশা ছেড়ে দিচ্ছেন। এই বিষয়ে সমীর ওয়াংখেড়েকে কিছু বলার জন্য অনুরোধ করলে তিনি জানান, কোনও এক্স ওয়াই জেড-কে নিয়ে তিনি মন্তব্য করতে চান না।



প্রসঙ্গত, ২০২১ সালে ক্রুজ কর্ডেলিয়ায় মাদক কাণ্ডে জড়িত থাকার কারণে তিন মাস কারাগারে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান। ওই সময় আরিয়ানকে ক্রুজ কর্ডেলিয়ায় মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়েও প্রমাণের অভাবে তিন মাসের মধ্যে ছাড়া পেয়ে যান। আরিয়ানকে গ্রেফতার করায় পদ থেকে সরিয়েও দেয়া হয় সমীর ওয়াংখেড়েকে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বিনোদন
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১২.২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ