ঢাকা
খ্রিস্টাব্দ

বিজিবি’র ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1188489 জন

  • নিউজটি দেখেছেনঃ 1188489 জন
বিজিবি’র ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন
ছবি : মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও অন্যান্য।

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) আজ (৩১ ডিসেম্বর ২০২৪) বিজিবি’র ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।


বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি নবীন সৈনিকদের শপথ পাঠ করান এবং প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মহাপরিদর্শক বাহারুল আলমসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শুরু ও শপথ গ্রহণ


সকালেই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নবীন সৈনিকদের শপথ গ্রহণ এবং প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বিজিবি’র মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণ করে বলেন, “বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধসহ জাতীয় নিরাপত্তায় বিজিবি’র অসামান্য ভূমিকা রয়েছে।”


তিনি নবীন সৈনিকদের শৃঙ্খলা, সততা, বুদ্ধিমত্তা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানান। বিজিবি’র মূলনীতি “মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা” মেনে চলার নির্দেশ দেন।


উদ্বোধনী সাফল্যের স্বীকৃতি


প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সেরা রিক্রুটদের পুরস্কৃত করেন। 


সেরা রিক্রুট: বক্ষ নম্বর-১৯৩, মোহাম্মদ নাঈম মণ্ডল


শারীরিক উৎকর্ষতা (মহিলা): বক্ষ নম্বর-৭৪৩, সিপাহী রুবাইয়া আক্তার


ফায়ারিং দক্ষতায় শ্রেষ্ঠ: বক্ষ নম্বর-২৫৫, সিপাহী আব্দুল্লাহ আল মামুন



সমাপ্তি ও বিশেষ প্রদর্শনী

অনুষ্ঠানের শেষে বিজিবি’র নবীন সৈনিকদের চৌকস দল সশস্ত্র সালামের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘোষণা করে। এরপর বিজিবি’র প্রশিক্ষিত সদস্যরা আকর্ষণীয় ট্রিক ড্রিল এবং সুসজ্জিত বাদকদলের মনোমুগ্ধকর ব্যান্ড ডিসপ্লে প্রদর্শন করেন।


প্রশিক্ষণের বিস্তারিত

১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছিল গত ৩০ জুলাই ২০২৪। টানা ২৩ সপ্তাহের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ৬৯৫ জন রিক্রুট (পুরুষ ৬৪৯, নারী ৪৬) সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদের সৈনিক জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ