রংপুরের তাজহাট থানার ঘাগট পাড়া গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মোঃ নুরুদ্দিন নামের এক হেরোইন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার মেশিন এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত মোঃ নুরুদ্দিন, পিতা মোঃ ইদ্রিস আলী, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে যৌথ বাহিনীর সদস্যরা জানিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত রেখে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ অভিযানের মাধ্যমে মাদক নির্মূলে যৌথ বাহিনীর প্রতিশ্রুতি ও কার্যক্রম প্রশংসিত হচ্ছে।