ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সড়কের পাশে যুবকের রক্তাক্ত দেহ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.০৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1241352 জন

  • নিউজটি দেখেছেনঃ 1241352 জন
চট্টগ্রামে সড়কের পাশে যুবকের রক্তাক্ত দেহ
নিহত সুজন বড়ুয়া।

চট্টগ্রাম মহানগরে সড়ক দুর্ঘটনায় সুজন বড়ুয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নতুন ব্রিজ-নিউমার্কেট সড়কের বাকলিয়ার চামড়ার গুদাম স্লুইচ গেট এলাকায় রক্তাক্ত দেহটি পড়েছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চালকের ডানপাশে বিপজ্জনকভাবে বসা অবস্থায় অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সুজন বড়ুয়া বোয়ালখালী শাকপুরার বড়ুয়া টেকস্থ সন্তোষ বড়ুয়ার (বড় লাতু) ছোট ছেলে।


কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইরফানুর সাজ্জাদ বলেন, রাত ৯টার পরে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে কেউ জানাতে পারছেন না। মরদেহটি রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তবে ভাঙা ও ক্ষত-বিক্ষত পা দেখে ধারণা করছি, ওই যুবক গাড়িচালকের ডান পাশে বসেছিলেন। হাঁটু হয়তো বাইরে ছিল। এ অবস্থায় আইল্যান্ড কিংবা বিপরীতমুখী গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটে ঘটেছে।


প্রতিবেশী সজিব বড়ুয়া বলেন, সিইপিজেড এলাকায় একটি কারখানায় চাকরি করতেন সুজন। ছুটির দিন শুক্রবার পরিবারের সঙ্গে কাটিয়ে সন্ধ্যায় নগরের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে সুজনের মোবাইল থেকে এক ব্যক্তি তার বাবাকে ফোনে মারা যাওয়ার বিষয়টি জানান। আমরা তাৎক্ষণিক চমেক হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করি। তিনি বলেন, তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কেউ বলতে পারছেন না। ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত। তার কাছে থাকা মানিব্যাগ ও অ্যান্ড্রয়েড ফোনটিও চুরি হয়ে যায়। কিন্তু বাটন মোবাইল পকেটে থেকে যাওয়ায় সেটা থেকে এক ব্যক্তি তার বাবাকে দুঃসংবাদটি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.০৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ