ঢাকা
খ্রিস্টাব্দ

ঐক্য পরিষদের সভা

যাত্রী সেবার মান বাড়ানোর আহবান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১.১৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1239452 জন

  • নিউজটি দেখেছেনঃ 1239452 জন
যাত্রী সেবার মান বাড়ানোর আহবান
চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোটেম্পু, সিএনজি, বেবিটেক্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় বিএনিপি কেন্দ্রিয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোটেম্পু, সিএনজি বেবিট্যাক্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দল কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা এ এম নাজিম উদ্দিন।


সংগঠনের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শমুর সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তরুন দাশ গুপ্ত ভানু, মো নুর ইসলাম, সাবের আহম্মেদ টারজেন, মো. শাহ আলম হাওলাদার, মো.শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মো.হেলাল উদ্দিন মিয়া, মো. শাহজাহান, মো. নুর হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, মো.পারভেজ, মো.আবুল কালাম, নুরুল ইসলাম রনি, মোরশেদ আলম, ওয়াহেদুর রহমান, মো.আব্দুল্লাহ, নুর উদ্দিন, মোতাহের হোসেন মোজাহের, মো আবুল কালাম, মো মনির হোসেন, কামরুল ইসলাম, ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমূখ। ১১ দফা দাবি নিয়ে আলাপ আলোচনায় চসিক মেয়রকে প্রধান অতিথি করে সভার সিদ্ধান্ত হয়।

সভায় যাত্রী সেবার মান বাড়ানোর আহবান জানিয়ে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা এ এম নাজিম উদ্দিন বলেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে অন্যায় অত্যাচারের বিরোদ্ধে প্রতিরোধ করুন,  আপনাদের সাথে আছি। কিছু নেতা ১৬ বছরের চাঁদাবাজদের নিয়ে সংগঠন করার পাঁয়তারা করছে। যারা আওয়ামী বাকশালিদের নিয়ে সংগঠন করছেন তারা ফিরে আসুন, ত্যাগি নেতাদের নিয়ে সংগঠন করুন, দলের ভালো হবে এবং আপনাদের জন্যও ভালো হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১.১৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১.১৪ অপরাহ্ন