ঢাকা
খ্রিস্টাব্দ

বোটানিক্যাল গার্ডেন থেকে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রত্যয়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1774134 জন

  • নিউজটি দেখেছেনঃ 1774134 জন
বোটানিক্যাল গার্ডেন থেকে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রত্যয়
ছবি : সংগৃহীত

মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) যেন ইট-পাথরের নগরী ঢাকার বুকে এক টুকরো সবুজ ভূমি। বিভিন্ন প্রজাতির উদ্ভিরাজি ও  অসংখ্য বন্য প্রাণী প্রাকৃতিক পরিবেশে আশ্রয় পেয়েছে এ উদ্যানে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষের সহায়তায় সচেতনতামূলক বিশেষ আয়োজন করেছে ওয়াইল্ড ওয়াক। আয়োজনে বন্য প্রাণী গবেষক, পরিবেশবিদরা ছিলেন।



আয়োজনের নেতৃত্ব দেন লেখক আশিকুর রহমান সমী। এ কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে জাতীয় উদ্ভিদ উদ্যানের বন্য প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও দূষণমুক্তকরণে সচেতন করা হয়। 

অনুষ্ঠানে জাতীয় উদ্ভিদ উদ্যানের জীববৈচিত্র্য সংরক্ষণসহ সারা দেশ এবং ধরিত্রীর জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন। পরিবেশকে দূষণমুক্ত রাখা, প্রাণিকল্যাণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তারা প্রতিজ্ঞাবদ্ধ হন।



বাংলাদেশের প্রাণিবিদ্যা বিভাগের অনলাইন প্ল্যাটফরমের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই শতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন। এ ছাড়া পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন এ কর্মসূচিতে। 

ওয়াইল্ড ওয়াক শেষে শিক্ষার্থীরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন। তারা জীববিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বইয়ের মুখস্থ বিদ্যার পাশাপাশি প্রয়োগগত বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান।



তারা একাডেমিক কোর্সগুলো আরো বস্তবসম্মত এবং বিশ্বমানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিবিদ্যা প্ল্যাটফরমের মডারেটর মো. মোস্তফা আদনান। সহযোগিতায় ছিলেন দীপ্ত বিশ্বাস, মেহেদী হাসান তারেক, জাহিদুজ্জামান খান, মো. আমিনুল ইসলাম, মো. আশিকুর রহমান, তানজিল সেতু প্রমুখ।


আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক মো. শওকত ইমরান আরাফাত, বন্য প্রাণী গবেষক ও লেখক আশিকুর রহমান সমী, প্রাণিবিদ্যার শিক্ষক আফতাব উদ্দীন সুজন, পাখিবিদ ও আলোকচিত্রী মো. তারিক হাসান, বন্য প্রাণীবিষয়ক লেখক সরোয়ার পাঠান, বাংলাদেশ-পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক বাপ্পি খান, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সভাপতি এবং প্রাণী সংরক্ষণবিদ মাহফুজুর রহমান, বন্য প্রাণী বিষয়ক সাংবাদিক ও লেখক আমিনুল ইসলাম মিঠু ও প্রজাপতি বিশেষজ্ঞ দীপ্ত বিশ্বাস।


উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, বোটানিক্যাল গার্ডেনে ৪৫ প্রজাতির ফড়িং, ৭৬ প্রজাতির প্রজাপতি, ১০ প্রজাতির উভচর, ১৬ প্রজাতির সরীসৃপ, ১৪০ প্রজাতির পাখি এবং ১২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন