ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় গুলশানের অফিস থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে.কর্নেল মুনীম ফেরদৌস। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রায় ৩০টি শোরুম রয়েছে।
সিআইডি সূত্র
বলেছে, অভিযোগ রয়েছে দিলীপ
কুমার আগরওয়ালা প্রতারণার আশ্রয় নিয়ে
বিভিন্ন জেলায় নামমাত্র
শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের
বদলে উন্নত মানের
কাচের টুকরাকে ডায়মন্ড হিসেবে বিক্রি
করেছেন। তিনি
দুবাই ও সিঙ্গাপুরে সোনা
চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি
দোকান ও ১১টি
বাড়ি এবং মালয়েশিয়া,
দুবাই ও কানাডায়
বিপুল পরিমাণ অবৈধ
সম্পদ অর্জন করেছেন
বলে তথ্য রয়েছে।