ঢাকা
খ্রিস্টাব্দ

চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে, ডাকা হতে পারে একাধিক মডেলকে

আনার হত্যা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1855104 জন

  • নিউজটি দেখেছেনঃ 1855104 জন
চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে, ডাকা হতে পারে একাধিক মডেলকে
ছবি : সংগৃহীত

সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক মডেল ও চিত্রনায়িকাকে ডাকা হতে পারে ডিবি কার্যালয়ে। গ্রেপ্তার শিলাস্তি রহমান এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলে জানা গেছে। এদিকে কলকতা ডিবির কাছে ঘটনার বর্ননা দিয়েছেন গ্রেপ্তার জিহাদ। তার দেওয়ার বর্ননার একটি ভিডিও দেখা গেছে গণমাধ্যমে।


গ্রেপ্তার এক আসামির ফোন থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একটি ছবি পাওয়া গেছে বলে ডিবি জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই ছবিতে দেখা গেছে, তাকে অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে বেঁধে রাখা হয়েছে।


বুধবার (১২ জুন) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, এমপি আনার হত্যাকাণ্ডে আরো কয়েজন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।


 সংসদ সদস্য আনার হত্যাকাণ্ড নিয়ে আরো অনেকের তথ্য প্রমাণ রয়েছে জানিয়ে হারুন বলেন, যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

 

কয়েকজন মডেল এবং একজন চিত্রনায়িকাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে ডিবি সূত্রে জানা গেছে, 


কলকাতার সিআইডির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবি সূত্র বলছে, আনার হত্যায় মূল পরিকল্পনাকারী শাহীন এখন যুক্তরাষ্ট্রে। তিনি কলকাতায় যাওয়ার সময় যেমন শিলাস্তি রহমান ছিল তেমনি অন্য মডেলরাও ছিল। সাথে একজন নায়িকাও ছিল। তাদের মধ্য থেকে তিনি নায়িকাকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন।

 

সন্দেহের মূল তালিকায় আছেন ওই চিত্রনায়িকা। তিনি কলকাতায় শাহীনের কাছেই ছিলেন। শাহীন তার কাছে হত্যার তথ্য শেয়ার করেছে কিনা তা তারা জিজ্ঞাসাবাদে জানতে চাইবে ডিবি।


কলকাতা ডিবি পুলিশের কাছে ঘটনার বর্ননায় জিহাদ জানিয়েছেন, ট্রিপ্লেক্স সেই ফ্ল্যাটের বসার ঘরে আনারকে স্বাগত জানান শিলাস্তি। পরে আসে জিহাদ। তখন শিলাস্তিকে নিচের ফ্লাটে যেতে বলা হয়। পুলিশ জিহাদকে নিয়ে ফ্ল্যাটের নিচে নামার পর জিহাদ দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়।

 ২৩৫৩৪৬

গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরেরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর ২২ মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে, কলকাতার উপকণ্ঠে নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে আনারকে খুন করা হয়।


এ ঘটনায় এখন পর্যন্ত দুই দেশে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সর্বশেষ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন