ঢাকা
খ্রিস্টাব্দ

দুই-একটা ট্রেন বাদে আজ ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে : রেলপথ মন্ত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1861446 জন

  • নিউজটি দেখেছেনঃ 1861446 জন
দুই-একটা ট্রেন বাদে আজ ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে : রেলপথ মন্ত্রী
ছবি : সংগৃহীত

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, নিরাপদে ঘরমুখো মানুষের ঈদযাত্রার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, ঈদ উপলক্ষে নিরাপদে যাত্রীদের বাড়িতে পৌছাতে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ঢাকা থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ৬৪টি ট্রেন ছেড়ে যায়। আজ দুই-একটা ট্রেন বাদে ৩০টা ট্রেন সময়মতো ছেড়ে গেছে। এছাড়াও আমরা আম ও গবাদিপশু পরিবহনের জন্য স্পেশাল ট্রেন চালু করেছি।


আজ কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি সেখান থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ঘরমুখো যাত্রীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানান। রেলমন্ত্রী চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গেও কুশল বিনিময় করেন। 


রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় আমরা গতকাল বুধবার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।  আমরা সীমিত সামর্থ্যের মধ্যেই যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে চেষ্টা করছি।’


এসময় রেলপথ সচিব হুমায়ুন কবীর, মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন