ঢাকা
খ্রিস্টাব্দ

শেয়ারবাজারে বড় দরপতন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1880685 জন

  • নিউজটি দেখেছেনঃ 1880685 জন
শেয়ারবাজারে বড় দরপতন
ছবি : সংগৃহীত

শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৩টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিন শেষে ডিএসইর সূচক দাঁড়ায় ৮১ পয়েন্ট। লেনদেন কমে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। 


সংশ্লিষ্টরা বলছেন, বাজার পতনের নেপথ্যে ব্রোকারদের হাত রয়েছে। সাম্প্রতিক সময়ে বাজারে সিইও ফোরাম নামে একটি সংগঠন গঠিত হয়েছে। সোমবার ওই ফোরাম ডিএসইর সঙ্গে বৈঠক করেছে। এটিকে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলো একেবারেই ভালোভাবে নেয়নি। তারা মনে করেন, ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনকে (ডিবিএ) দুর্বল করতে এই সংগঠন করা হয়েছে। এখানে বিএসইসির মদদ রয়েছে। 


বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩৯৯টি কোম্পানির ২০ কোটি ২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৩১টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসই ব্রডসূচক আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ২৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৯১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহসূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে। 


শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে যে সব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, এডভেন্ট ফার্মা, কোহিনূর কেমিক্যাল, বেস্ট হোল্ডিংস, এসকে ট্রিমস, গোল্ডেন হারভেস্ট, ওরিয়ন ফার্মা এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। 


ডিএসইতে মঙ্গলবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- রিলায়েন্স ১ মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স পিপি, লিগ্যাসী ফুটওয়্যার, ইউনিলিভার, আরামিট লিমিটেড, গোল্ডেন হারভেস্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, এডিএন টেলিকম এবং আইবিসি। 


অন্যদিকে যে সব কোম্পানির শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- ইউনিয়ন ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, স্টাইল ক্র্যাফট, এইচ আর টেক্সটাইল, আমান ফিড, গ্লোবাল হেভি কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার ও নর্দান ইন্স্যুরেন্স। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন