ঢাকা
খ্রিস্টাব্দ

টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক, থানা ঘেরাও করে সমর্থকদের বিক্ষোভ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1885227 জন

  • নিউজটি দেখেছেনঃ 1885227 জন
টাকাসহ চেয়ারম্যান প্রার্থী আটক, থানা ঘেরাও করে সমর্থকদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ টাকাসহ উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। 


সোমবার (৬ মে)  দিবাগত রাত ১২টার দিকে সুজানগরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।


শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, আগামী ৮ মে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য বিপুল পরিমাণ টাকাসহ চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জনকে আটক করা হয়েছে। সেখান থেকে তাদের র‌্যাবের পাবনা অফিসে নেওয়া হয়েছে। 


এদিকে, এ ঘটনার পর পরই শাহিন সমর্থক নেতাকর্মীরা সুজানগর বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে মুক্তির দাবিতে থানা ঘেরাও করে। 


এ বিষয়ে সুজানগর পৌরসাভার মেয়র রেজাউল হক রেজা বলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন একজন প্রার্থীর পাশাপাশি একজন ব্যবসায়ী, তার ব্যাবসায়িক টাকাও হতে পারে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ