ঢাকা
খ্রিস্টাব্দ

কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফেরার পথে ইউএনও আহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1878669 জন

  • নিউজটি দেখেছেনঃ 1878669 জন
কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফেরার পথে ইউএনও আহত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ফুলপুর উপজেলা সদরে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস ইউএনওর গাড়িকে চাপা দেয়। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন। 


আজ বুধবার (৮ মে) সকাল পৌনে ৬টার দিকে ফুলপুর উপজেলার মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ইউএনওকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 


ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম ও ওসি মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে। 


এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ইউএনওকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আর বাস জব্দ এবং হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন