ঢাকা
খ্রিস্টাব্দ

বেরোবিতে আবু সাঈদের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1792131 জন

  • নিউজটি দেখেছেনঃ 1792131 জন
বেরোবিতে আবু সাঈদের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী
ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের অপ্রকাশিত আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেরোবির সাংবাদিক সমিতির তত্ত্বাবধানে শহীদ আবু সাইদ চত্বর সংলগ্ন প্রধান ফটকের সামনে কালের কণ্ঠের ফটো সাংবাদিক আদর রহমানের তোলা ছবির প্রদর্শনীটি শুরু হয়। ১৬ জুলাইয়ের ঘটনার ছবিগুলো দুইদিনব্যাপী প্রদর্শনী হবে। 


এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের ভাই রমজান আলী, জেলা জর্জকোটের উকিল, ফটোসাংবাদিকসহ সাংবাদিক সমিতির অন্যন্য সদস্যবৃন্দ।


আলোকচিত্রে ১৬ জুলাইয়ের আন্দোলনের ঘটনা দেখানো হয়েছে৷ আলোকচিত্রে ফুটে উঠেছে আন্দোলনের দিন পুলিশ ও ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার চিত্র। এই প্রদর্শনটি দুই ঘণ্টা ২৭ মিনিটের যা দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। শহীদ আবু সাইদের পরিবারের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করে আলোকচিত্রের বিষয়ে ফটো সাংবাদিক আদর রহমান বলেন, ‘আমি ১৬ জুলাইয়ে সাড়ে ৩০০ ছবি তুলেছি। এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে।



আমি এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাইদকে নিয়ে গবেষণা করা হয়, তাহলে হয়তো এই ছবিগুলো অনেক কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’

 

শহীদ আবু সাইদের ভাই রমজান আলী বলেন, ‘আমরা ছয় ভাইয়ের মধ্যে আবু সাইদ সব থেকে ছোট এবং সকলের আদরের। সে অনেক মেধাবী ছিল। তার চলে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টের। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’

ঘুরতে আসা দর্শনার্থী মোজাম্মেল বলেন, আমরা শুধু আবু সাইদের মারা যাওয়ার ভিডিওটা দেখেছি। আমরা কিন্তু এই দূর্লভ ছবিগুলো দেখিনি। এই ছবিগুলো দেখে অনেক কিছু জানতে পারছি।



এতে আমাদের অনেক সময় অপরাধী সনাক্তে সহায়তা করবে বলে আশা করা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ