চিত্রনায়িকা পূজা চেরীর জন্মদিন আজ ২০ আগস্ট মঙ্গলবার। মা ছাড়া এই নায়িকা তার প্রথম জন্মদিন কাটালেন। দিনের প্রথম প্রহর থেকে ভীষণ সাদামাটাভাবে দিনটি শুরু করেছিলেন তিনি। তবে জন্মদিনের সন্ধ্যায় বিশেষভাবে সারপ্রাইজ পেয়েছেন পূজা চেরী।
বতিনি অথেনটিক কসমেটিকস অ্যান্ড হোম কেয়ার রিমার্ক কম্পানির অ্যাকনল প্রডাক্টের শুভেচ্ছাদূত। এই কম্পানির পক্ষ থেকে জন্মদিন সেলিব্রেট করায় সারপ্রাইজড হয়েছেন বলে জানালেন পূজা চেরী। এ ছাড়া দিনভর শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ধরনের উইশ পেয়েছেন পূজা চেরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা তাকে নিয়ে পোস্ট করেছেন।
পূজা বলেন, ‘শুভাকাঙ্ক্ষীরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ফ্যানদের কাছ থেকেও ভালোবাসা পেয়েছি। তবে রিমার্ক হারল্যান কম্পানি থেকে আমার জন্মদিন সেলিব্রেট করেছে, আমি বেশি সারপ্রাইজড হয়েছি। কোনো কম্পানি সাধারণত এভাবে তাদের শুভেচ্ছাদূতদের জন্মদিন পালন করে না।
এত কিছুর মধ্যেও মায়ের জন্য মনটা খারাপ ছিল। তাকে ছাড়া জন্মদিন কাটছে। আমার বিশ্বাস তার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে।’
জন্মদিনে প্রত্যেকেইর এক বা একাধিক চাওয়া থাকে। পূজার চাওয়া কী? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, চাওয়া তো আছেই।
তবে আমি আগেই বলতে চাই না। কারণ, যেটা চাই বলে দিলে নজর লেগে যাবে। যদি সেটা পরে পূরণ না হয় তবে খারাপ লাগবে। কথায় বলে, আকাশে চাঁদ উঠলে মানুষ ঠিকই দেখে। আমার চাওয়াটাই যখন পূরণ হবে সবাই জানতে পারবে।’