ঢাকা
খ্রিস্টাব্দ

টরন্টো উৎসবে যাচ্ছে সাবা, যা বললেন মেহজাবীন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1793437 জন

  • নিউজটি দেখেছেনঃ 1793437 জন
টরন্টো উৎসবে যাচ্ছে সাবা, যা বললেন মেহজাবীন
ছবি : সংগৃহীত

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ । মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।


জানা গেছে, ৪৯তম টরন্টো উৎসবের পর্দা উঠবে ৫ সেপ্টেম্বর। উৎসব চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।



বলা যায়, ‘সাবা’র মাধ্যমে ১৪ বছরের টিভি অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া উপলক্ষে এক ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘আমার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'সাবা' টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআেইএফএফ) অফিশিয়ালি নির্বাচিত হয়েছে!  ৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে ‘সাবা’।  অনেক অনেক শুভেচ্ছা জানাই পরিচালক মাকসুদ হোসাইন ও গোটা টিমকে।



তিনি নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে লেখেন, ‘আমার প্রথম সিনেমায় আমি চেয়েছিলাম এমন একটা চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে যা অডিয়েন্স কে অন্তত অল্প কিছু সময়ের জন্য হলেও ভাবায় এবং অবশ্যই যেই চরিত্র দেশীয় ও আন্তর্জাতিক দুই পরিসরের দর্শকের সাথেই মেলবন্ধন তৈরি করে। আমি সৌভাগ্যবান, যে আমার সেই চেষ্টা, সেই ইচ্ছা বাস্তবে রূপ পেয়েছে ‘


কানাডার ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘কানাডায় অবস্থানরত আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, আমার টিমের সাথে 'সাবা' এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখার সুযোগ আপনারাই সর্বপ্রথম পেতে যাচ্ছেন। আশা করছি নিজের দেশের সিনেমা আন্তর্জাতিক ফেস্টিভালে দেখার অনুভূতি আপনাদের উপস্থিতির কারণে দ্বিগুণ হয়ে যাবে।’


উল্লেখ্য, এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার।



সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। জানা গেছে, এ বছরই মুক্তি পেতে পারে সাবা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিনোদন ডেস্ক ;

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ