ঢাকা
খ্রিস্টাব্দ

ভারতকে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান শ্রীলঙ্কার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1811916 জন

  • নিউজটি দেখেছেনঃ 1811916 জন
ভারতকে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান শ্রীলঙ্কার
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জয় দিয়ে ভারতে গৌতম গম্ভীরের অধ্যায় শুরু হয়েছিল। তবে ওয়ানডে সিরিজেই মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন ভারতীয় কোচ। তার অধীনে আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে ১১০ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে ভারত।


ঘরের মাঠে ভারতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ধবলধোলাই হওয়ার প্রতিশোধই যেন নিলো শ্রীলঙ্কা আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে নেমে ১১০ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা।


এতে করে দীর্ঘ ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা। সর্বশেষ ১৯৯৭ সালে জিতেছিল তারা। কলম্বোয় সিরিজ বাঁচানোর লক্ষ্যে খেলতে নেমেছিল ভারত। কিন্তু ২৪৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ১৩৪ রানে অলআউট হয় তারা।


এতে সিরিজ বাঁচানোর বিপরীতে ১১০ রানে হেরে সিরিজ হারিয়েছে তারা।

শুভমান গিলকে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা। তবে ৬ রান করে গিল আউট হওয়ার পরেই ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। দলীয় ৩৭ রানে ১ উইকেট হারানো দলটি একটা সময় ৮২ রানে ৬ উইকেট হারিয়ে বসে।

 

দুনিথ ভেল্লালাগের ঘূর্ণিতে পথ হারানো ভারত পরে শুধু হারের ব্যবধানটুকুই কমাতে পেরেছে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক রোহিত। আর শেষ দিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করে ব্যবধান কমান ওয়াশিংটন সুন্দর। ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন ভেল্লালাগে।


এর আগে টস জিতে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা।


ওপেনিংয়ে ৮৯ রানের সংগ্রহ এনে দেন পাথুম নিশাঙ্কা-আভিস্কা ফার্নান্দো। ৪৫ রানে নিশাঙ্কা ড্রেসিংরুমে ফেরার পর কুশল মেন্ডিজকে নিয়ে আরেকটি ৮২ রানের দুর্দান্ত জুটি গড়েন আভিস্কা। এই দুটি জুটিতেই ৩০০ রানের সংগ্রহ দেখছিল স্বাগতিকরা।

ব্যক্তিগত ৯৬ রানে যখন আভিস্কা আউট হন তখন দলের রান ছিল ২ উইকেটে ১৭১। এ সময় হাতে ৮ উইকেটের সঙ্গে ১৫ ওভারের মতো খেলা বাকি ছিল শ্রীলঙ্কার। কিন্তু মাঝে নিয়মিত উইকেট হারিয়ে ৭ উইকেটে ২৪৮ রানের বেশি করতে পারেনি তারা।


৪ রানের জন্য ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি থেকে আভিস্কা বঞ্চিত হলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনিই। ৯ চার ও ২ ছক্কায় ৯৬ রানের ইনিংসটি সাজান। অন্যদিকে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন মেন্ডিজ। ভারতের হয়ে ৫৪ রানে ৩ উইকেট নেন রিয়ান পরাগ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন