রাজধানী দুই পত্রিকা অফিসে হামলা করেছে অজ্ঞতানামা এক দল লোক। আজ রবিবার বিকেল ৪টার দিকে ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সন্ধ্যার দিকে বাংলামোটর এলাকার দেশ রুপান্তর পত্রিকা অফিস ভবনেও ইটপাটকেল নিক্ষপ করে দূর্বত্তরা।
জানা যায়, বিকেল ৪টার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের লোকজনের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
তারা ভবনটির নিচতলার কাঁচের দরজা ও কাঁচের প্যানেল ভেঙে ফেলে। প্রায় ৪৫ মিনিট পর অজ্ঞাতনামা দলটি এলাকা ছেড়ে চলে যায়।
অন্যদিকে সন্ধা ৭টার দিকে বাংলামোটর এলাকায় রুপায়ণ টাওয়ারে হামলা করে আরেক দল অজ্ঞাতনামা দল। ভবনটির ষষ্ঠ তলায় দেশ রূপান্তর পত্রিকার অফিস রয়েছে।
হামলাকারীরা ভবনের নিচে জড় হয়ে কিছু গ্লাস ভেঙে পরে চলে যায়।