প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শুক্রবার সকালে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডে রেলসেবায় বিঘ্ন ঘটেছে। ফরাসি রেল কম্পানি এসএনসিএফ বলেছে, এতে আট লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল একে ‘নাশকতা’ বলে বর্ণনা করেছেন।
এদিন রাজধানীর পশ্চিম, উত্তর ও পূর্বে বেশ কয়েকটি উচ্চ গতির টিজিভি লাইনে আঘাত করা হয়েছে।
এসএনসিএফ সতর্ক করে বলেছে, এ বিঘ্ন কয়েক দিন স্থায়ী হতে পারে। যাত্রীদের ভ্রমণের জন্য বাড়তি সময় ও বাতিলকরণের বিষয়েও সতর্ক করা হয়েছে।
এদিকে কেউ এসব অগ্নিকাণ্ডের দায় স্বীকার করেনি। আটাল বলেছেন, নিরাপত্তা বাহিনী দায়ীদের খুঁজছে।
পাবলিক প্রসিকিউটর অফিসও তদন্ত করছে। এসএনসিএফ এর আগে অগ্নিকাণ্ডকে ‘বিশাল আক্রমণ’ বলে বর্ণনা করেছিল।
এ ছাড়া পরিবহনমন্ত্রী প্যাট্রিস ভার্গিয়েট বলেছেন, সব তথ্য ইঙ্গিত করছে, এগুলো অগ্নিসংযোগ ছিল। এগুলো একই সঙ্গে ঘটেছে বলেও জানান তিনি।
অন্যদিকে ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরা এই হামলাকে ‘আতঙ্কজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, জনসাধারণ ও অলিম্পিক ক্রীড়াবিদদের ওপর তাৎক্ষণিক প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। সেই সঙ্গে সপ্তাহান্তে প্রতিযোগিতার জায়গায় দলগুলোকে পরিবহনের সম্ভাব্য প্রভাবও যাচাই করা হচ্ছে।
শুক্রবার প্যারিসের কেন্দ্রস্থলে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে তিন লাখেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে।
এই বছরের অলিম্পিক গেমসের সংগঠক প্যারিস নাশকতার পর পরিস্থিতি মূল্যায়ন করার কথা জানিয়ে বলেছে, তারা এসএনসিএফের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।