ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রেন চলার বিষয়ে যা বললেন রেলমন্ত্রী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1814688 জন

  • নিউজটি দেখেছেনঃ 1814688 জন
ট্রেন চলার বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
ছবি : সংগৃহীত

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন ফের চালু করবে না। আমরা আমাদের ট্রেন, কোচ ধ্বংস করার সুযোগ দিতে পারি না। পরিস্থিতির উন্নতি হলে সব ট্রেন চালু করা হবে।’ 


বৃহস্পতিবার (২৫ জুলাই) সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।


তবে কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে এবং রেল চলাচল আবার চালু করা যাবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

একই দিন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বলেছেন, ‘চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। রেলসংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’


এর আগে শুধু কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করার কথা থাকলেও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন