চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযানে ১০টি ড্রেজারসহ আটক ৪৪ ব্যক্তিকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রোববার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. ওমর ফারুক সন্ধ্যায় এসব তথ্য জানান। তিনি বলেন, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিচারক এটিকে সিআর মামলা হিসেবে নেন।
এর আগে দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি থেকে আটক ৪৪ জনকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
চাঁদপুর কোর্ট পুলিশ পরিদর্শক শহীদ উল্লাহ জানান, তাদের বিরুদ্ধে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে তিনি তাদের কোন সাজা না দিয়ে সিদ্ধান্তের জন্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।
শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌ পুলিশ ও কোস্ট গার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও দুইটি স্পিডবোট জব্দসহ ৪৪ জনকে আটক করে। তাদের কাছে বালু বিক্রির ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা পাওয়া যায়।