ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক, সিগারেটের আগুনে ঘটে দুর্ঘটনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 105504 জন

  • নিউজটি দেখেছেনঃ 105504 জন
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক, সিগারেটের আগুনে ঘটে দুর্ঘটনা
ছবি : সংগৃহীত।


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরপাড়া এলাকার একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিগারেটের আগুন থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়, যার ফলে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে আহতদের মধ্যে দোকান মালিকসহ ১০ জন শ্রমিক রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের সাতকানিয়া চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে মাহবুবুর রহমানের গ্যাস সিলিন্ডারের দোকানে ওই সময় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সেসময় এক শ্রমিক সিগারেট খাচ্ছিলেন, এবং সিগারেটের আগুনেই দুর্ঘটনাটি ঘটে। আগুনের তীব্রতায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের শ্রমিকরা দগ্ধ হন।


দগ্ধদের মধ্যে মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) এবং মোহাম্মদ ছালে (৩৩) অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, চিকিৎসকরা দগ্ধদের প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেছেন এবং তাদের চিকিৎসা চলছে।


এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এটি একটি সতর্কবার্তা, যেখানে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং সিগারেটসহ দাহ্য বস্তুগুলো গ্যাস সিলিন্ডারের আশপাশে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২.৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ