কমিল্লার তিতাস উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন হয়েছে।
১৯ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, থানা অফিসার ইনচার্জ মো. শহিদ উল্যাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খাঁন, উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, উপজেলা জামায়াতে আমির শামীম সরকার বিজ্ঞ, উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তিতাস উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার প্রমুখ।
আলোচনা করা সভায় মাদক, জুয়া ও চুরি-ছিনতাইকারীদের নিয়ে আলোচনা করা হলে তিতাসের রাজনৈতিক নেতারা তাদের পক্ষে কোনো সুপারিশ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা প্রশাসনকে। এসময় বক্তারা চাঁদাবাজি,জুয়া, মাদকের বিরুদ্ধে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এছাড়াও সামাজিক অবক্ষয় রোধ করতে হলে রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন, সুশীল সমাজ, আইন-শৃঙ্খলা বাহিনী এক সাথে মিলেমিশে কাজ করার অঙ্গীকারে আবদ্ধ হোন।
এদিকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে তিতাস উপজেলা এনসিপি'র প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকারকে।
অনুষ্ঠিত সভায় যোগদান করে নবনির্বাচিত সদস্য সাঈদ আহমেদ সরকার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনসহ অন্যান্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সঠিক ভাবে যেনো নিজের দায়িত্ব পালন করতে পারে সেজন্য তিতাসবাসীর নিকট তার জন্য দোয়া চেয়েছেন।