ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিষহরী দেবী'র পূজা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৫১ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 254102 জন

  • নিউজটি দেখেছেনঃ 254102 জন
তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বিষহরী দেবী'র পূজা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লা তিতাস উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু ধর্মের অনয়তম উৎসব বিষহরী দেবী পূজা।


প্রতিমা বিসর্জনের পূর্বে ১৯শে আগস্ট মঙ্গলবার উপজেলার মাছিমপুর  হাইস্কুল খেলার মাঠে শ্রী শ্রী বিষহরী দেবির পূজো'র আয়োজন করা হয়। এতে তিতাস-হোমনা উপজেলা ও নরসিংদী জেলা থেকে প্রায় ২৭টি  বিষহরী দেবীর নান্দনিক প্রতিমা উৎসবস্থলে আসে।


এই পুজোকে কেন্দ্র করে সেখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত হয়ে ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।


অনুষ্ঠানে সামগ্রিক বিবেচনা করে মাছিমপুর গ্রামের শচীন্দ্র নমর প্রতীমাকে প্রথম, নাগেরচর গ্রামের তুফান দাসের বাড়ির প্রতীমাকে দ্বিতীয় এবং একই গ্রামের রমেশ দাস ও নরসিংদী মাধবদী তপন দাসের প্রতীমাকে তৃতীয় 'শ্রেষ্ঠ প্রতিমা' হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করা হয়।


পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন নদীতে প্রতিমা বিসর্জন করে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। অতিথি হিসেবে ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, মাছিমপুর বাজার কমিটির সভাপতি হাবিব সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন সূত্রধর প্রমুখ।


এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, হাসান মাহমুদ অপু, মনসা দশমীর উদযাপন কমিটির সঞ্জয় দাস, অরুন দাস ও শিবু চন্দ্র নমসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৫১ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১১.৫১ অপরাহ্ন