ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া'র জন্মদিন উপলক্ষে তিতাসে জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৮.৫১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৮.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 299054 জন

  • নিউজটি দেখেছেনঃ 299054 জন
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া'র জন্মদিন উপলক্ষে তিতাসে জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুকবার (১৫ আগষ্ট) বিকাল সাড়ে চারটায় উপজেলার বাতাকান্দি বাজারস্থ উপজেলা জাসাস এর অফিস কক্ষে উপজেলা জাসাসের আহবায়ক মোঃ সামির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা জাসাসের আহবায়ক মোঃ কামাল পারভেজ ডালিম।


তিনি বলেন, আ'লীগ নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা কথায় কথায় বলতেন আ'লীগ পালায় না কিন্তু দেখেন ক্ষমতার অপব্যবহারের কারণে তিনি নিজেই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আ'লীগ সব সময় মিথ্যাচার করেন এটাই তার প্রমান।


বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি শত অত্যাচার নির্যাতনের পরও অন্যায়ের সাথে আপস করেনি। উনি যদি আপোষ করতেন তাহলে হয়তো দেশে এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনারও পতন হতো না। তিনি আরো বলেন, আমাদের গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ আসুন তাঁর শারীরিক সুস্থতার জন্য আমরা সবাই মিলে মন খুলে দোয়া করি।


এতে উপজেলা জাসাসের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজান, যুগ্ম আহবায়ক জিন্নাত আলী ও কামাল হোসেন প্রমুখ, সাতানী ইউনিয়ন বিএনপির  সিনিয়র সহ সভাপতি এইচ এম জাকির সওদাগর।


এসময় উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আলামিন প্রধান, মোঃ ইব্রাহীম, নাজমুল হাসান, রঞ্জু, রাসেল আহমেদ, সায়মন ভূঁইয়া, বাবুল মোল্লাসহ উপজেলা জাসাস ও বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গনতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ তাদের আত্মার মাগফিরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে জিয়া পরিবারের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহাবুব আলম।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৮.৫১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৮.৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ