ঢাকা
খ্রিস্টাব্দ

গাজা দখল ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইসরায়েলের ওপর দিলেন ট্রাম্প

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 319205 জন

  • নিউজটি দেখেছেনঃ 319205 জন
গাজা দখল ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইসরায়েলের ওপর দিলেন ট্রাম্প
ট্রাম্প ‍ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েল পুরো গাজার দখল নিতে চায়। এ জন্য সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা করছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন গোপন পরিকল্পনা আগেই সংবাদমাধ্যমে ফাঁস হয়। এবার সেই পরিকল্পনায় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরিকল্পনায় সায় দেন। ইঙ্গিত দেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।


স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী। ইসরায়েল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের ওপরই ছেড়ে দেন তিনি।


ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের ওপর নির্ভর করছে।


নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়েদিওথ আহরোনোথ দৈনিক জানিয়েছে, আমরা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি। যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি আইডিএফ (সেনাবাহিনী) প্রধান একমত না হন, তাহলে তার পদত্যাগ করা উচিত।


ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন কেন্দ্রীয় শরণার্থী শিবিরসহ ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করার জন্য তিনি ‘এই উপত্যকা দখল’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানা গেছে।


ইয়েদিওথ আহরোনোথ দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বর্ধিত আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য ‘সবুজ সংকেত’ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫, ১২.৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ