ঢাকা
খ্রিস্টাব্দ

২০২৬ সালে দুবাইয়ের আকাশে উড়বে ট্যাক্সি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২৮ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 346796 জন

  • নিউজটি দেখেছেনঃ 346796 জন
২০২৬ সালে দুবাইয়ের আকাশে উড়বে ট্যাক্সি
ছবি : সংগৃহীত

ট্রাফিক জ্যাম পেরিয়ে ট্যাক্সিতে উড়ে গন্তব্যে যাওয়া এখন আর কল্পনা নয়। নগর গতিশীলতার বিবর্তনে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করতে কাজ করছে দুবাই। ২০২৬ নাগাদ এ স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।


সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।


প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জোবি অ্যাভিয়েশন সফলভাবে পূর্ণমাত্রার পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটি আগামী ছয় বছরের জন্য দুবাইয়ে এয়ার ট্যাক্সি পরিচালনার একচেটিয়া অধিকার পেয়েছে। জোবির তৈরি ই-ভিটিওএল বিমানগুলো পুরোপুরি বৈদ্যুতিক এবং পরিবেশবান্ধব।


দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির সিইও আহমেদ হাশিম বাহরুজিয়ান গালফ নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, এটি কোনো ট্রায়াল নয়, বরং একটি পূর্ণাঙ্গ পরিবহন ব্যবস্থা যা দুবাইয়ের অবকাঠামোর সঙ্গে যুক্ত থাকবে।


যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইপোর্টস এই এয়ার ট্যাক্সি পরিসেবার অবকাঠামো গড়ে তুলছে। চারটি প্রধান ভার্টিপোর্ট নির্মাণ করা হচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (এমিরেটস ভবনের পাশে), পাম জুমেইরাহ, দুবাই মল এবং আমেরিকান ইউনিভার্সিটি অব দুবাই-এর কাছে।


প্রতিটি এয়ার ট্যাক্সিতে একজন পাইলটসহ চারজন যাত্রী এবং লাগেজ পরিবহনের ব্যবস্থা থাকবে। একটানা ২০০ কিলোমিটার রেঞ্জ এবং ৩০০ কিমি/ঘণ্টা গতিসীমা থাকায় আবুধাবি, রাস আল খাইমাহ বা ফুজাইরাহ যাওয়া যাবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই।


পরিসেবার প্রাথমিক ভাড়ার পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। তবে এটি শুরুতে হেলিকপ্টার ট্যুরের মতো প্রিমিয়াম দামে চালু হবে। মূলত ব্যবসায়ী ও ধনী পর্যটকদের লক্ষ্য করেই এই পরিসেবা চালু করা হচ্ছে। তবে ভবিষ্যতে উবার বা অন্যান্য রাইড-হেইলিং সেবার মতোই এয়ার ট্যাক্সি সবার জন্য সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন বাহরুজিয়ান।


কোনো দেশ এখনো জোবির উড়ন্ত ট্যাক্সিকে আনুষ্ঠানিকভাবে ওড়ার ছাড়পত্র দেয়নি। তবে দুবাই সরকার এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো এই সার্টিফিকেশন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এতে সফল হলে, দুবাই হবে বিশ্বের প্রথম শহর যারা শুধু বাণিজ্যিক এয়ার ট্যাক্সি চালু করবে এবং বৈধভাবে নিয়ন্ত্রণও করবে।


প্রথম দফায় কেবল কেন্দ্রীয় দুবাইয়ে রুট চালু হলেও ভবিষ্যতে সমগ্র আমিরাতে এটি বিস্তারের পরিকল্পনা রয়েছে। আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভার্টিপোর্ট স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২৮ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.২৮ অপরাহ্ন