ঢাকা
খ্রিস্টাব্দ

গাজার জনগণের জন্য খাদ্য সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 354837 জন

  • নিউজটি দেখেছেনঃ 354837 জন
গাজার জনগণের জন্য খাদ্য সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটিই চাওয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা গাজার মানুষকে খাওয়াতে চান। দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষ খেয়ে না খেয়ে থেকেছেন সেটি স্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, গাজার মানুষকে আরও অনেক আগে সহায়তা করা উচিত ছিল।


শুক্রবার (১ আগস্ট) সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন ট্রাম্প। 


তিনি বলেন, ‘আমরা (গাজার) মানুষকে সহায়তা করতে চাই। তারা যেন বসবাস করতে পারে আমরা সেটি চাই। আমরা তাদের খাওয়াতে চাই। এটি এমন বিষয় যা অনেক আগে হওয়া উচিত ছিল।’ 


সংবাদমাধ্যমটির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ওই সময় তিনি দাবি করেন, সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার ত্রাণ চুরি করে নিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের একটি সংস্থাই জানিয়েছিল, হামাস ত্রাণ লুট করছে বা চুরি করে নিয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।


অবরুদ্ধ গাজার রাফাতে গেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ। সেখানে তিনি বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণকেন্দ্রে যান। উইটকোফ জানিয়েছেন, গাজার মানবিক পরিস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করতে তিনি এখানে এসেছেন এবং পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করবেন।


তবে উইটকোফ এখনো কোনো কিছু জানাননি বলে জানিয়েছেন ট্রাম্প।


গতকাল বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, গাজায় আংশিক যুদ্ধবিরতির বদলে এখন তারা পূর্ণ যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করবেন। ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা দ্রুতই দেখতে পাবেন।”


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১১.৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ