চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির ৮৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এই কমিটিতে আবদুল আউয়াল চৌধুরীকে আহ্বায়ক এবং আজিজুর রহমান চৌধুরীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া, বারইয়ারহাট পৌরসভা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন এবং সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, অপরদিকে মিরসরাই পৌরসভা বিএনপির জামশেদ আলম কমিশনারকে আহ্বায়ক এবং কামরুল হাসান লিটনকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
এই নতুন কমিটি আগামী দিনে দলের কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার জন্য কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এই কমিটির অনুমোদনে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে, এমনটাই মন্তব্য করছেন নেতারা।