ঢাকা
খ্রিস্টাব্দ

একাত্তর ও চব্বিশকে একত্রে রাখার প্রস্তাবে বিএনপির বিরোধিতা: সালাহউদ্দিন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.২৪ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.২৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 911192 জন

  • নিউজটি দেখেছেনঃ 911192 জন
একাত্তর ও চব্বিশকে একত্রে রাখার প্রস্তাবে বিএনপির বিরোধিতা: সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সংক্রান্ত মতামত জমা দিয়েছে বিএনপি।

একাত্তর ও চব্বিশকে একই কাতারে আনার সংবিধান সংশোধনের প্রস্তাবে বিএনপি দ্বিমত পোষণ করে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনে রাষ্ট্রের নাম পরিবর্তনও মানে না বিএনপি। রবিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংবিধান সংশোধনের কিছু প্রস্তাবে নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা খর্বের প্রস্তাব মানে না বিএনপি।


গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই আগে সংসদ নির্বাচন হওয়া উচিত, গণভোট নির্বাচন নয়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে ২০টি প্রস্তাবের মধ্যে একমত বিএনপি। বিচার বিভাগের সব প্রস্তাবের সঙ্গে একমত। প্রশাসন সংস্কারে ২৬টি প্রস্তাবের মধ্যে অর্ধেক প্রস্তাবে একমত। তিনি আরো বলেন, সংবিধান সংশোধনে রাষ্ট্রের নাম পরিবর্তন মানে না বিএনপি।


১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এক কাতারে আনার সংবিধান সংশোধনের প্রস্তাব মানে না বিএনপি। দেশের নাম পরিবর্তনসহ ’২৪ এবং ’৭১-কে একই কাতারে রাখা সমীচীন নয়। ’২৪-কে আলাদা করে উল্লেখ রাখা উচিত। বিভিন্ন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.২৪ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ