ঢাকা
খ্রিস্টাব্দ

সোনাগাজীতে মসজিদ কমিটি নিয়ে দ্নন্দ্বের জেরে হামলায় আহত চার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | সংবাদদাতা
ফেনী
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 918116 জন

  • নিউজটি দেখেছেনঃ 918116 জন
সোনাগাজীতে মসজিদ কমিটি নিয়ে দ্নন্দ্বের জেরে হামলায় আহত চার
- ছবি সংবাদদাতা প্রেরিত।

ফেনীর সোনাগাজীতে মসজিদ কমিটি নিয়ে দ্নন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় জুলাই আন্দোলনে আহত ছাত্রনেতা সহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর দুটায় জুমার নামাজের পর সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর মুসলিম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- জুলাই আন্দোলনে আহত ছাত্র নেতা খুরশিদ আলম আকাশ, নুর আমিন, আরাফাত হোসেন আনন্দ ও মো. নিশাদ। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাবেক সভাপতি আবুল হাসেমের অনুসারী অনি, জনি, ছালাহ উদ্দিন, নুরনবী, আনোয়ার ও নুর উদ্দিনে৷ নেতৃত্বে এ হামলা করা হয়। 

পুলিশ, এলাকাবাসী ও মুসল্লীরা জানান, শাহাপুর মুসলিম জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে দু'গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবৎ উত্তেজনা চলছে। তারই ধারাবাহিকতায় তিন মাস পূর্বে ব্যবসায়ী শাহ আজিজুর রহমানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হয়ে স্বেচ্ছায় দায়ীত্ব ছেড়ে দেন। গত ১৪ মার্চ শুক্রবার জুমার নামাজের পর মুসল্লীদের উপস্থিতিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুরুল হুদা সায়েমকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি সাবেক সভাপতি আবুল হাসেমের কাছে বিগত ২৫ বছরের আয়-ব্যয়ের হিসাব চাইলে বিরোধ দেখা দেয়। আবুল হাসেম তার আনুসারীদেরকে দিয়ে শুক্রবার ফের জুমার নামাজের পর কমিটি গঠনের ঘোষণা দেন। এতে দু'পক্ষের মধ্যে উত্তোজনা দেখা দেয়।

দু'পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার ওসির নিকট আবেদন দেন। জুমার নামাজের সময় খতিব মাও. নুরুল আমিন ঘোষণা দেন মসজিদের কমিটি গঠন নিয়ে বিরোধ নিরসনের জন্য আগামী রোববার সকাল দশটায় উভয় পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থাকতে বলা হয়েছে। নামাজ শেষে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা আবুল হাসেমের পক্ষের লোকজন প্রতিপক্ষ নুর আমিন সহ মুসল্লীদের ওপর হামলা করে। এসময় চারজন আহত হন। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | সংবাদদাতা
ফেনী
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৫.২৪ অপরাহ্ন