ঢাকা
খ্রিস্টাব্দ

সুন্দরবনে আগুনের বিস্তার: রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বন বিভাগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বাগেরহাট
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 919424 জন

  • নিউজটি দেখেছেনঃ 919424 জন
সুন্দরবনে আগুনের বিস্তার: রাতের মধ্যেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বন বিভাগ
রাতের মধ্যে সুন্দরবনের আগুন নির্বাপণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন কলম তেজী এলাকায় অগ্নিনির্বাপণে কাজ করছেন বন বিভাগের কর্মীরা। তাদের পাশাপাশি ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিম, কমিউনিটি পেট্রল গ্রুপের শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক যুক্ত হয়েছেন। আগুন ছড়িয়ে পড়া রোধে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন তৈরি করা হয়েছে। রাতের মধ্যে আগুন নির্বাপণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে বলে পরিবেশ মন্ত্রণালয় জানায়।


শনিবার (২২ মার্চ) রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 



মন্ত্রণালয় জানায়, শনিবার দুপুরে টহলরত বনকর্মীরা আগুন দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক।



অগ্নিকাণ্ডস্থল নদী বা খাল থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে হওয়ায় সরাসরি পানি সরবরাহ করা কঠিন। তবে আগুন কেবল বনের মেঝেতে রয়েছে, উপরের দিকে ছড়ায়নি। বন বিভাগের নিজস্ব ফায়ার ইঞ্জিনের মাধ্যমে এক কিলোমিটার পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব হয়েছে, আর ফায়ার সার্ভিসের সহায়তায় তিন কিলোমিটার দূরে অগ্নিকাণ্ডস্থলে পানি পৌঁছানোর প্রচেষ্টা চলছে, যা ইতোমধ্যে সফল হয়েছে।


সকলের সম্মিলিত প্রচেষ্টায় আশা করা যায়, রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছে বন বিভাগ। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ, মন্ত্রণালয় ও বন অধিদফতরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিষয়টি মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বাগেরহাট
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১.৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ